images

অফবিট

‘থার্টি ফার্স্ট নাইটে পেট ভরে খান তবে ক্ষতিকর কার্যক্রম করবেন না’

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পিএম

ইংরেজি নববর্ষের আগের রাত থার্টি ফার্স্ট নাইটে অপ-সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ‘খোলা চিঠি’। ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির পেইজ এক পোস্টের মাধ্যমে সংগঠক ইলিয়াস হোসেন ও আশফিক রাসেল এই আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নামক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসুন, দেশের সম্পদের-টাকার অপচয় বন্ধ করুন, কোনো প্রকার আতশবাজি-পটকা ফুটাবেন না, ফানুস উড়াবেন না। আপনারা দয়া করে সচেতন হোন। 

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আপনাদের অপচয় ও অপসংস্কৃতির চর্চায় প্রতিবছর শত শত পাখি-প্রাণী মারা যাচ্ছে, কোনো না কোনো মানুষ মারা যাচ্ছে, ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে, মেট্রোরেলে সুতা/ফানুস আটকে চলাচল বন্ধ থাকছে, বিল্ডিংয়ে আগুন লাগছে। তাই দয়া করে কথা শুনুন এবং বুঝার চেষ্টা করুন। প্রয়োজনে মাছ মাংস দিয়ে পেট ভরে খাওয়া দাওয়া করুন কিন্তু ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকুন।

এজেড