images

অফবিট

মুক্তিযুদ্ধের চেতনায় নিউইয়র্কে ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ

ঢাকা মেইল ডেস্ক

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

‘চেতনায় ৭১, হৃদয়ে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা)-এর ৪০তম কনভেনশন।

এই উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ফোবানা কনভেনশন-২০২৬-এর কিকঅফ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক সংগঠন এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ।

কিকঅফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবী।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ফোবানার ৪০তম কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী এবং কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফোবানা কনভেনশন-২০২৬-এর সিনিয়র কো-কনভেনর এমদাদ এইচ ভূঁইয়া, প্রধান সমন্বয়কারী আবুল হামিদসহ কো-কনভেনরবৃন্দ, বিভিন্ন কমিটির কনভেনর ও কো-কনভেনরবৃন্দ, কো-অর্ডিনেটরবৃন্দ এবং বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে মিথুন আহম্মেদ, ফকির ইলিয়াস, ড. দিলিপ নাথ, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, রেজাউল করিম, মো. আজাদ, স্বীকৃতি বড়ুয়া এবং এ এইচ এম আলী কবীর চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. নুরুন নবী বলেন, ‘আমি ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে, তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভিন্ন সময়ে রেজিম পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি, বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা চলছে। এই প্রচেষ্টা আমাদের রুখে দিতে হবে।’

ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ‘৫২, ৭১, জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠনসমূহই শুধু ফোবানার সদস্য হতে পারবেন।’

ফোবানার এবারের কনভেনশনের আহ্বায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

nss

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও ফোবানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. নুরুন নবীর লেখা ‘বুলেটস অব ৭১’ বইয়ের অবলম্বনে নাদিম ইকবাল পরিচালিত প্রামাণ্যচিত্র ‘আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত হয়।

উদ্বোধনী পর্ব শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব, রেশমি মীর্জা, শিমুল খান, নাজু আকন্দ, রোজী আজাদসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিন সিরাজ সোনিয়া।

/একেবি/