images

অফবিট

রমজানে গিলডান ও জাগো ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম

images

পবিত্র রমজান মাসে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলডান, জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগে মোট ৩ হাজার ৫০০টি ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

ইফতার প্যাকেটগুলো দেশের তিনটি স্থানে বিতরণ করা হয়। এরমধ্যে ১৭ মার্চ ঢাকার গুলশান, ১৯ মার্চ একে খান রোড চট্টগ্রাম এবং ২১ মার্চ সাভারে। 

প্রতিটি ইফতার প্যাকেটে ছিল ভারী খাবার, খেজুর, বড়ই, কলা, দই ও পানি। এসব খাবার বিতরণের মাধ্যমে নিম্নআয়ের পরিবার, দিনমজুর ও আর্থিকভাবে অসচ্ছল রোজাদারদের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিপূর্ণ ইফতার নিশ্চিত করা হয়েছে।

গিলডানের ৩৫০ জন কর্মী এবং জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের ৯৫ জন স্বেচ্ছাসেবক একযোগে এই কর্মসূচি বাস্তবায়ন করেন। তারা শুধু ইফতার বিতরণেই সীমাবদ্ধ থাকেননি, বরং মানুষের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছেন, যা সমাজে সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকে জাগ্রত করেছে।

গিলডান, জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের যৌথ উদ্যোগটি কর্পোরেট সমাজসেবা ও দায়িত্বশীলতার একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হবে। গিলডানের এই মানবিক উদ্যোগকে জাগো ফাউন্ডেশন ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ আন্তরিকভাবে প্রশংসা জানিয়েছে এবং এটি কর্মক্ষেত্রে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক উদাহরণ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে।

জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা যা বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের মধ্যে শিক্ষা ও সমাজসেবা পৌঁছানোর লক্ষ্যে কাজ করে। সংস্থাটি যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচন বিষয়ে নানা কার্যক্রম পরিচালনা করছে।