ঢাকা মেইল ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ০২:২৩ পিএম
সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতার এবং ঈদ উপহার বিতরণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান লাইফ সার্ভ বাংলাদেশ। গত ২৩ মার্চ সংগঠনটির উদ্যোগে ‘ইফতার হোক ভালোবাসার উৎসব’ নামে একটি ইফতার আয়োজন করা হয়। রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষকে ইফতার করানো হয়। এছাড়াও ৫২ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, শাড়ি, হাত ঘড়ি বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ এবং জুলাই আন্দোলনে নূরজাহান রোডে শহীদ হওয়া মাহমুদুর রহমানের সৈকতের পরিবার (বড় দুই বোন ও মা)।
শহীদ সৈকতের মা সবাইকে বেশ কিছু ভালো পরামর্শ দেন এবং সব শহীদের জন্য দোয়া চান। তিনি বলেন, ‘সব শহীদ পরিবার ও আহত পরিবার যেন তাদের ছেলে মেয়েদের ন্যায্য বিচার পায় সেটাই চাওয়া।’
অনুষ্ঠানের আয়োজক দলের পক্ষ থেকে আজাদ হোসেন বলেন, ‘এই ইভেন্টে সবচেয়ে বড় অবদান ছিল আমাদের সব অতিথি এবং আমাদের সব স্বেচ্ছাসেবক। তাদের জন্য সুন্দর মতো ইভেন্টি সম্পূর্ণ হয়েছে। অনেকে নানাভাবে আর্থিক সহায়তা করেছেন তাদের অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।’
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ক্লিক এন্ড ক্রিটেশন স্টুডিও, ওয়ার্ডরোব পার্টনার কোসি আউটফিট এবং ক্রিয়েটিভ এজেন্সি বি অ্যান্ড ডব্লিউ মিডিয়া অ্যান্ড প্রোডাকশন কোম্পানি।
এনএম