images

অফবিট

ফাল্গুনী হাফিজ-এর ছড়া

ঢাকা মেইল ডেস্ক

১২ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

১. ভাবি প্রতিদিন আসবে যেদিন
 মৃত্যু আমার দুয়ারে,
 আজরাইল এসে বলবে চলো
 ঠেকাবে কে বলো উহারে?

তাহাজ্জুদের জায়নামাজে
 মরণ সেদিন হয় যদি,
আল্লাহতালার অসীম ক্ষমার
 শান্তি স্রোত বয় যদি,
ভয় করি না জয় করিব
 জান্নাতের ওই সুখ নদী।
আঁধার গোরে জ্বলবে আলো
 আত্মা যাবে বিহারে।।

দয়ালু দয়াল আল্লাহ আমার
 তুমি আমার রব, 
রাত্রি দিনে প্রতিক্ষণে 
তনু মনে করি অনুভব। 
আল্লাহ আমার সব। 
জিকির করে আকাশ বাতাস 
 বৃক্ষলতা নিহার এ।

২. বহুদিনের বৈষম্য তাই 
এলো এমন ওয়াক্ত,
লাখ জনতা রাজপথে 
দিলো তাজা রক্ত।
জালিম শাহী জুলুম করে 
দুর্গার ন্যায় শক্ত,
মুসোলিনি হবেই এবার 
প্লান পাকাপোক্ত।

বীর বাঙালি ভাবছে সবাই  
আবার এমন হোক তো,
উপড়ে নেবে সৎ সাহসে 
দুঃশাসকের চোখ তো।

রক্ত দেওয়ার দিনে যারা 
হয়নি সাথে যুক্ত, 
তারাই এখন মন্ত্রী হয় 
দারুন আয়েশ সুখ তো।

সন্তান যার শহীদ হলো 
তার আশাটাই লুপ্ত, 
রক্তের দাবি হয় না পূরণ 
সত্য যে আজ সুপ্ত।
দুঃখ পেওনা শহীদ বন্ধু 
গাজীরা  উদ্দীপ্ত,
গণতন্ত্রে ফিরতে এবার 
লড়াইয়ে প্রদীপ্ত। 
নওজোয়ান বীর  দুর্জয় তারা 
হয় না অশ্রুসিক্ত, 
ভন্ডরা সব পালাবে আজ
সত্য হবে অভিষিক্ত।

৩. তোমরা সবাই ঘৃণা করো
আমি ভালোবাসি,
ফসল ফলায় ভিজে পুড়ে
ওরাই আমার চাষি।

নগর জীবন কাগজ আয়ে
কাটে সারাবেলা, 
কাগজ নোটে জীবন জুড়ে 
যত রকম খেলা।

প্রতিদিনই বাড়ছে দেশে
নিত্যপণ্যের দাম,
সবজিগুলো আর কিছু নয় 
নীল বেদনার খাম।

যেটাই কিনি আলু পটল 
গমের আটা চাল,
চিনি লবণ সয়াবিন
মাছ মাংস ডাল।

নেই তো টাকা পকেট ফাঁকা 
হলো এসব ফাঁস-ই,
দোকানদারে মুচকি হাসে
চাষির গলায় ফাঁসি।