ফিচার ডেস্ক
১০ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম
তিন বছর পেরিয়ে চারে পা রাখল অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান ‘বইফেরী ডটকম’। ২০২১ সালে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং ক্রেতা যেন ঘরে বসেই পছন্দের বইটি কিনতে পারেন সেই লক্ষে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পাঠক ও ক্রেতাদের ভালোবাসায় পথ চলছে বইফেরী।
প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বইফেরীর চেয়ারম্যান মো. রাশেদুল আলম বলেন, ‘তিন বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে বইফেরী। আমাদের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। সবার ঘরে ঘরে বই পৌঁছে দেওয়া, যাতে পাঠকরা সহজেই প্রিয় বইগুলো পেতে পারেন। আজ আমরা সেই যাত্রার তৃতীয় বছর সম্পন্ন করলাম’।
বিশেষ এই দিনটি উদযাপন করতে পাঠকদের জন্য দারুণ আয়োজন করেছে অনলাইন প্ল্যাটফর্মটি। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০-১১ অক্টোবর পর্যন্ত চলমান অফারে ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়াও প্রতি অর্ডারে নিশ্চিত মিলবে কফি। দুইদিনের এই উৎসব অফারে নির্দিষ্ট অর্থের বই কিনে ক্রেতারা চাবির রিং, নোটবুক, ফ্রি ডেলিভারি, কেনা দামে বই কেনার সুযোগও পাচ্ছেন।
বইফেরী কর্তৃপক্ষের মতে, যারা বই ভালোবাসেন আর অনলাইনে বই কেনেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি। ক্রেতারা এই সুযোগ লুফে নেবেন এমনটাই আশা তাদের। এ সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ভিজিট করে।
এনএম