ঢাকা মেইল ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলার কয়েক লাখ মানুষ। দুর্যোগের শুরু থেকে বন্যার্ত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও ত্রাণ বিতরণ করে আসছে বিএনসিসি ক্যাডেটদের সংগঠন ন্যাশনাল ক্যাডেট কর্পস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এনসিসিডব্লিউও)। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ছিল সংগঠনটির। এছাড়া আগস্টের শুরুর দিকে রাজধানীর সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে খাবার ও পানি সরবরাহ করে এনসিসিডব্লিউও।
'স্পিরিট অব ইউনিটি' মূলমন্ত্র নিয়ে গত ৩১ আগস্ট বন্যার্তদের সাহায্যার্থে কুমিল্লার বুড়িচংয়ে যায় এনসিসি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এর নেতৃত্ব দেন এনসিসিডব্লিউও'র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান (অব.)। সাথে ছিলেন সংগঠনের সদস্যরা। সেখানে তারা বন্যার্তদের জন্য ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন।
এর আগে বন্যার প্রথমদিকে এনসিসিডব্লিউওয়ের ক্যাডেটরা বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ পাঠানো চ্যালেঞ্জিং, সেসব জায়গায় ত্রাণ সহায়তা দেন। পাশাপাশি বন্যার্তদের সাহায্যের জন্য প্রত্যন্ত অঞ্চলে মোতায়েন করা বিভিন্ন বিএনসিসি গ্রুপ, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি)-কে ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়। সবমিলিয়ে দুই ধাপে বন্যাকবলিত মোট ১২০ পরিবারকে বিভিন্ন ঔষধসহ সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকার সহায়তা করে সংগঠনটি।
এদিকে গত ১১ ও ১২ আগস্ট এনসিসিডব্লিউও'র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ (অব.) সংগঠনের সদস্যরা ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত ১৫০০ শিক্ষার্থীর মাঝে খাবার ও পানি বিতরণ করেন।
এনসিসি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সানজানা বর্ষা বলেন, আমাদের সংগঠনটি মূলত বিএনসিসির সাবেক ক্যাডেটদের নিয়ে। আমরা সাধারণত সমাজে পিছিয়ে পড়া বা সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় কাজ করে থাকি। বিশেষ করে সুবিধাবঞ্চিত তরুণরা যেন শিক্ষা থেকে শুরু করে তাদের সমাজের বাকি মানুষদের মতো সুবিধা ভোগ করতে পারে সেটা নিয়েই কাজ করে থাকি।
এসটি/