images

অফবিট

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের পাশে এমএইচ গ্লোবাল গ্রুপ

ঢাকা মেইল ডেস্ক

০৮ আগস্ট ২০২৪, ১১:৫৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পরে চলমান পরিস্থিতিতে রাস্তায় ট্রাফিক পুলিশের অবর্তমানে কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিতে যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদের সামান্যতম প্রশান্তির জন্য পাশে দাঁড়িয়েছে এমএইচ গ্লোবাল গ্রুপ।

ঢাকায় বিভিন্ন রাস্তায় কর্তব্যরত শিক্ষার্থীদের জন্য মাথার ক্যাপ, খাবার পানিসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় এমএইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু আমরা ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি, তাই বর্তমান পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।

এমএইচ গ্লোবাল গ্রুপ মূলত বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদেরকে নিয়ে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে। এমএইচ গ্লোবাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান AHZ, MIE Pathways, MIE English Academy-এর মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য গ্যারান্টিসহ এডমিশন করে থাকে।

দীর্ঘদিনের স্টাডি গ্যাপ, একাডেমিক দুর্বলতা রয়েছে এবং বারবার IELTS কোর্স করে খারাপ রেজাল্ট করে বা কম স্কোর পায় তাদের জন্য এই কোম্পানির রয়েছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সের মাধ্যমে বিদেশে উচ্চ শিক্ষার জন্য খুব সহজেই ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া এমএইচ গ্লোবাল গ্রুপের একটি ফাউন্ডেশন রয়েছে যা মানবতার সেবায় নিয়োজিত হয়ে প্রতিনিয়ত অসহায় দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে থাকে।

ঢাকা শহরের ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, লালমাটিয়াসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা ছাত্রছাত্রীদের মাঝে আজ খাবার পানি, বিস্কুট, গ্লাভস ও ক্যাপ বিতরণ করা হয়। যে কয়দিন ছাত্রছাত্রীরা এ দায়িত্ব পালন করবে এমএইচ গ্লোবাল গ্রুপের পক্ষ থেকে প্রতিদিনই তাদেরকে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় কোম্পানির পক্ষ থেকে।