images

জাতীয়

মাদক কারবারিদের হামলায় আহত র‌্যাব সদস্যকে ঢাকায় স্থানান্তর

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম

মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত র‌্যাব সদস্য এসআই উত্তম কুমার রায়কে ঢাকায় আনা হয়েছে। শনিবার (৩ জুন) রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

র‌্যাবের মিডিয়া ইউং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়।

ক্ষুদে বার্তায় বলা হয়, গত ৩০ মে মেহেরপুরের গাংনী এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় র‌্যাব-১২ এর অভিযান দলের ওপর মাদক কারবারিরা ধারোলো অস্ত্রসহ হামলা করে। এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে র‍্যাব সদস্য এসআই উত্তম কুমার রায় আহত হন। হামলায় তার মাথায় এবং কাঁধে গুরুতর জখম হয়। তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হলো।

র‌্যাব জানায়, আগামীকাল রোববার (৪ জুন) আহত সদস্যের শারীরিক অবস্থা এবং চিকিৎসাসংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে সকাল সাড়ে ১০টায় র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন হাসপাতালে যাবেন।

এমআইকে/জেবি