ঢাকা মেইল ডেস্ক
০২ জুন ২০২৩, ০২:৩৩ এএম
রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত ২ টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।
এর আগে রাত ১১টা ২৫ মিনিটে ২০ তলা ভবনটির ৭ম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ শিকদার জানান, রূপায়ণ শেলফোর্ড ২০ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত। রাত ১১ টা ৩৫ মিনিটে ১ম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে মোট ১৩টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে শ্যামলীর বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া পুলিশ এবং র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এসবিএফ ডায়ালাইসিস সেন্টার, নূরজাহান অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল ও ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটাল।
আনোয়ারুল ইসলাম জানান, ২০ তলা ভবনটি থেকে এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই আহত। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া ভবনের ওপর দিকে বিভিন্ন ইউনিটের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া বেশি হওয়ায় একটু উদ্ধার কাজে বেগ পোহাতে হচ্ছে।
উল্লেখ্য, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন নারী ও ১২ জন পুরুষ। তাদের মধ্যে ৬ জনকে টিটিএল দিয়ে নামানো হয়েছে।