images

জাতীয়

৮২৩ মুসল্লির হজ যাত্রায় জটিলতা কাটল, প্রথম দফায় ঢাকা ছাড়লেন ৯১ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ জুন ২০২৩, ০৯:৫০ পিএম

অবশেষে ৮২৩ মুসল্লির হজ যাত্রা নিয়ে যে জটিলতা কেটেছে। প্রথম দফায় ৯১ জন মুসল্লিকে হজের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে ঢাকা থেকে সৌদির উদ্দেশে তারা রওনা হয়েছেন। বাকীদের পর্যায়ক্রমে পাঠানো হবে।
 
বিষয়টি হাবের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম দফায় ৯১ জনকে পাঠানো হয়েছে। এর মধ্যে ইউরো এয়ার ২৫ জন, কোবা এয়ার ৫১ জন এবং আহসানিয়া হজ মিশন থেকে ১৫ জনকে পাঠানো হয়েছে।

এসময়ে তাদেরকে শুভেচ্ছা ও বিদায় জানান হাবের প্রেসিডেন্ট শাহাদাত হোসেন তসলিম, উপদেষ্টা জাকির হোসেন, পরিচালক উসামা বিন মাহমুদ ও সিইও মো. মোস্তফাফিজুর রহমান।

এর আগে সৌদির মক্কায় পুলিশের কাছে বাংলাদেশি দুই হজ এজেন্সির মালিক আটক হওয়ায় ৮২৩ মুসল্লির হজ যাত্রা নিয়ে জটিলতা তৈরি হয়। কিন্তু তারা মঙ্গলবার ছাড়া পেয়েছেন। ফলে সেই জটিলতা কেটে যায়। 

এমআইকে/এএস