জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৩, ০৬:১৫ পিএম
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজার উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক। ইতোমধ্যে কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। এই ঝড়ে অনিশ্চিত জীবন থেকে রক্ষায় এগিয়ে এসেছেন কক্সবাজারের হোটেল মালিকরা। কক্সবাজারের কলাতলী রোডে অবস্থিত ‘হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির’ পক্ষ থেকে ৬৮টি হোটেল-মোটেলকে উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। তিনি বলেন, দুর্যোগকালীন হোটেল মালিকরা এগিয়ে এসেছেন। তাদের এই হোটেলে নিরাপদ আশ্রয় নিতে পারবেন উপকূলের বাসিন্দারা।
কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্টহাউস মালিক সমিতির সভাপতি মো. আবুল কাসেম সিকদার ঢাকা মেইলকে বলেন, ‘কক্সবাজারে দুর্যোগপূর্ণ সময়ের কথা বিবেচনা করে আমরা ৬৮টি হোটেল-মোটেল ও গেস্টহাউসকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছি। এতে করে অন্তত ১৫ হাজর মানুষ আশ্রয় নিতে পারবে।’
এর আগে ঘূর্ণিঝড় মোখা থেকে বাঁচতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে কক্সবাজার জেলা প্রশাসন।
আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হোটেল মোটেলগুলো হলো: সাফিয়া রিসোর্ট, ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস, অ্যালবার্ট্রস রিসোর্ট, সি-সান রিসোর্ট, গ্যালাক্সি রিসোর্ট, হোটেল সি পার্ক, মোহাম্মদিয়া গেস্ট হাউস, সি-পয়েন্ট রিসেটি, সি আরাফাত রিসেটি, মাসকট হলিডে রিসোর্ট, আমারি রিসোর্ট, কোয়ালিটি হোম, ওয়েল পার্ক রিসোর্ট, লেমিচ রিসোর্ট, জিয়া গেস্ট ইন, জিয়া গেস্ট হাউস, কক্স ইন, সি ল্যান্ড গেস্ট হাউস, লাইট হাউস ফ্যামেরি রিট্রিট, হক গেস্ট ইন, হানিমুন রিসোর্ট, হোটেল কোস্টাল পিস, শামীম গেস্ট হাউস, সি-কক্স রিসেটি, হোটেল সি আলিফ, বিজ হলিডে গেস্ট হাউস, কক্স হিটলন লিমিটেডের এ আর গেস্ট হাউস, ব্লু-ওশান গেস্ট হাউস, সিলিকন শাকিরা বে রিসোর্ট, হোটেল এবি গার্ডেন, সোহাগ গেস্ট হাউস, পারসেম ইন সাইট, হোটেল কোরাল রিফ, আলম গেস্ট হাউস, কক্স ভিউ রিসোর্ট, ক্যাসেল বেটাস, হোটেল বে মেরিনা, হোটেল অস্টার ইকো,উর্মি গেস্ট হাউস, ইউনি রিসোর্ট, হোটেল ওশান ভ্যালি, রিসোর্ট বিচ ভিউ, সি-নাইট রিসোর্ট, বে-ভিউ গেস্ট হাউস, হোটেল প্রাইম পার্ক, রিগ্যাল প্যালেস, ডায়নামিক এস এইচ রিসোর্ট, আর এম গেস্ট হাউস, গ্রান্ড বিচ রিসোর্ট, ওলেপিয়া বিচ রিসোর্ট, সি-কিং, গোল্ডেনহিল, স্বপ্নালয় অ্যাপার্টমেন্ট, সি ওয়েলকাম ইত্যাদি।
প্রতিনিধি/জেবি