নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৩, ০৩:৫৩ পিএম
রাজধানীর কদমতলী থানার পালপাড়া স্কুলের পাশে অভাবের তাড়নায় কীটনাশক খেয়ে চন্দন মণ্ডল (৪০) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।
শনিবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত চন্দন মণ্ডল বর্তমানে কদমতলী থানার পালপাড়া হাই স্কুল রোডের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে সঞ্জয় মণ্ডল বলেন, আমার বাবা পেশায় একজন রিকশাচালক। আমাদের পরিবারের অভাব-অনটন চলছিল। রিকশা চালিয়ে বাবা সংসার চালাতে পারছিলেন না। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কদমতলী থেকে কীটনাশক পান করা এক রিকশাচালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
কেআর/এমএইচটি