images

জাতীয়

সিলেটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

জেলা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৩, ০৩:০৫ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপভ্যানের ধাক্কায় দ্বীন ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীন ইসলাম ফেনী জেলার বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে।

আহতরা হলেন- সুমন মিয়া, চাঁন মিয়া, শিমুল মিয়া, আক্তার হোসেন এবং সিরাজ। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি বাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যানটির আরোহী নিহত হয়। এরপর পিকআপটি আরও পাঁচ পথচারীকে চাপা দিলে তারা গুরুতর আহত হন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এমআর