images

জাতীয়

নিউ সুপার মার্কেটে আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২৭ সাধারণ ডায়েরি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ এপ্রিল ২০২৩, ০২:০২ পিএম

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী ব্যবসায়ীরা থানায় ২৭টি সাধারণ ডায়েরি করেছেন। সোমবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল গনি সাবু। 

পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার থেকে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী থানায় আসেন। তাদের মধ্যে কারও টাকা পুড়েছে, কারও দোকান আবার কারও এনআইডিসহ প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুড়ে গেছে উল্লেখ করে তারা মিলে ২৭টি জিডি করেছেন।  

এর আগে গত শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট সাড়ে ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এদিকে ঢাকার নিউমার্কেটের আওতাধীন নিউ সুপার মার্কেটে লাগা আগুনের কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রণয়নের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করবে সংস্থাটি।

রোববার (১৬ এপ্রিল) করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

ওই আদেশ সূত্রে জানা যায়, করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক এবং প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি না তা তদন্ত করে দেখছে গোয়েন্দা সংস্থা। 

এমআইকে/এইউ