নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ১১:১৫ এএম
নিউ সুপার মার্কেটে লাগা আগুনে নিজেদের সর্বোচ্চ সামর্থ দিয়ে কাজ করে যাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। একই সঙ্গে কাজ করছেন পুলিশ ও বিজিবির সদস্যরাও।
শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আগুন লাগার ঘটনায় ব্যবসায়ীদের মালামাল উদ্ধারে কাজ করতে দেখা গেছে সামরিক বাহিনীর সদস্যদের। একই সঙ্গে কাজ করছেন আনসার সদস্যরাও।
অগ্নিকাণ্ড কবলিত ভবনে ব্যবসায়ীদের নিরাপদে নিয়ে যাওয়া ও মালামালসহ তাদের বের করে আনার সর্বোচ্চ সেবাটুকু দিতে দেখা গেছে সাময়িক বাহিনীর সদস্যদের। ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে গিয়ে তীব্র গরম ও ধোঁয়ায় ক্লান্ত হয়ে পড়েছেন অনেকেই। তবুও দমে যাননি তারা। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকেই কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। শরীরে ক্লান্তি থাকলেও তা কাজে প্রকাশ করেননি কেউ।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।
প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে।
কারই/এইউ