নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ১০:২৩ এএম
রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে র্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নগুলোর ১২টি টহল দল ও সাদা পোষাকে ৫টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।
শনিবার (১৫ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোরে ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কীভাবে এই আগুন লাগে সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে হতাহত হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এসবের বিস্তারিত এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশন নিউ সুপার মার্কেটের এই ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। গত কয়েকদিন আগেই অনেকটা একই সময়ে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় ভস্মীভূত হয় রাজধানীর বঙ্গবাজার মার্কেট।
কেআর/এইউ