নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ এএম
তিনটা দোকান ছিল। রাইত ২টার পর ঈদ বেচাকেনা শেষ করে ঘরে ফিরছি ৩টার দিকে। সেহেরি খেয়ে শুতেই ফোন আসে দোকানে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের পানিতে একটা দোকানের কিছু মালামাল ভিজে আগুন থেকে রক্ষা পেলেও বাকি দুই দোকানের কিছুই নেই। আমরা শেষ রে ভাই আমরা শেষ! এভাবেই কথাগুলো বলছিলেন রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী আলতাফ।
আলতাফ বলেন, এখন পর্যন্ত যা লাভের টাকা ছিল, ব্যাংক লোন এবং বউয়ের কানের দুল ও গলার হার বন্ধক রেখে দোকানে মাল তুলছি। ৩টা দোকানের সব শেষ, ভাই সব শেষ।
সরেজমিন ঘুরে দেখা যায়, আগুনের খবর শুনে নিউ সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। কান্নায় ভেঙে পড়েছেন অনেকে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
ডিএইচডি/এইউ