images

জাতীয়

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৩, ১২:৫১ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়েছে।

ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিচারণ করেন জাফরুল্লাহর ছোট ভাই।

এর আগে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকলে শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।

jafor

গার্ড অব অনার শেষে তার মরদেহ সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হবে জানাজার নামাজের জন্য।

গত মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন বহু বছর ধরে। মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এমএইচ/এমআর