images

জাতীয়

জাফরুল্লাহ চৌধুরীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল ২০২৩, ০১:০৬ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হবে না দেহ দান করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জানাজার পর বিষয়টি জানানো হতে পারে।

বুধবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে ১ পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহর মরদেহ কেন্দ্রী শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে সম্মাননা জানানো হবে। এরপর বেলা আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা হবে।

jafir-2

পরদিন শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

লাশ দাফন হবে না মরণোত্তর দেহদান করা হবে এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ঢাকা মেডিকেলে দেহদান করেছেন শোনা গেলেও কোনো আইনি কাগজপত্র নেই। এজন্য জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তবে আজ পরিবারে সদস্যরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন। যা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে জানাজার পর জানিয়ে দেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বন্ধু বীর মুক্তিযোদ্ধা ইলতাফ আজিজ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি নাজিম উদ্দিন, অধ্যাপক আফিস নজরুল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, গণবিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআর