জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ এএম
বীর মুক্তিযোদ্ধা, গণমানুষের কণ্ঠ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর খবরে দেশবাসীর মতো গভীর শোকে কাঁদছেন গণস্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে গণস্বাস্থ্য হাসপাতালে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালের ডাক্তার, প্রসাশনিক কর্মকর্তা, নার্স, আয়া ও অফিস সহকারীসহ সংশ্লিষ্ট সবাইকে কাঁদতে দেখা গেছে।
প্রিয় মানুষের লাশটি যখন হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সবাই ডুকরে ডুকরে কাঁদছিলেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন বহু বছর ধরে। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এ অবস্থায় তাকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। নিজের তৈরি হাসপাতালে থেকেই বিদায় নিলেন তিনি।
এআইএম/এইউ