নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩, ০৭:১৯ এএম
হুইল চেয়ারে বসেই রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও নেতৃত্ব দিতেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রায় সময় তিনি প্রেসক্লাবের সামনে হুইল চেয়ারে বসে দাবি আদায়ের কথা বলতেন। অনেক সময় তার হাতে কেনুলা থাকতেও দেখা গেছে।
তিনি ‘কর্তৃত্ববাদী দুঃশাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণজমায়েত ও গণমিছিল করেছেন এই চেয়ারে বসেই। কথা বলতেন সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে।
লুঙ্গি পরেও বিভিন্ন সভা সেমিনারে অংশ নিতেন তিনি। এমনকি পদ্মাসেতু উদ্বোধনের দিনেও সকালে লুঙ্গি পরে হুইল চেয়ারে করে মাওয়াপ্রান্তে সমাবেশস্থলে হাজির হন তিনি।
৮২ বছর বয়সী ডা. জাফরুল্লাহ কিডনি জটিলতায় ভুগছিলেন বহু বছর ধরে। কয়েক দিন আগে তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এ অবস্থায় তাকে গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। নিজের তৈরি হাসপাতালে থেকেই বিদায় নিলেন তিনি।
টিএই/এইউ