images

জাতীয়

৩৫ মিনিট পর বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৩, ০৯:১০ এএম

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ৩৫ মিনিটের চেষ্টায় শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ ঢাকা মেইলকে জানান, সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগে। দ্রুত আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। মোট ১৪টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, বরিশাল প্লাজার তৃতীয় তলায় আগুন লেগেছিল। তবে কী কারণে আগুন লাগে তা জানাতে পারেননি তিনি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ।

কেআর/এমআর