images

জাতীয়

বরিশাল প্লাজার আগুন নেভাতে ঘটনাস্থলে ১৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৩, ০৮:৪২ এএম

রাজধানীর বঙ্গবাজারের বরিশাল প্লাজায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা বাড়ানো হয়েছে। শুরুর দিকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে হয়েছে ১৪টি।

শনিবার (৮ এপ্রিল) সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন প্লাজাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ ঢাকা মেইলকে জানান, সকাল আটটা ১০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর এখন পর্যন্ত ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় তিন দিন পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সেদিন বঙ্গবাজার মার্কেটের পাশে থাকা বরিশাল প্লাজাতেও আগুন লেগেছিল। তবে সেই আগুন তেমনটা ছড়াতে পারেনি।

শনিবার সকালে বরিশাল প্লাজায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর ১৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। আগুন দ্রুত নেভাতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কেআর/এমআর