images

জাতীয়

বঙ্গবাজারে আগুন: আশপাশে উৎসুক জনতার ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৩, ০৭:৪০ এএম

আগুনের লেলিহান শিখা ক্রমেই বাড়ছে বঙ্গবাজারে। রাজধানীর সবচেয়ে বড় কাপড়ের পাইকারি ও খুচরা মার্কেট হিসেবে খ্যাত বঙ্গবাজারে মঙ্গলবার সকালে আগুন লাগার পরই আশপাশের সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ওই এলাকার আশপাশে উৎসুক মানুষ ভিড় করছেন। পরিচিত কেউ আছেন কিনা তা জানার চেষ্টা করছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খুব সকালে হলেও অগ্নিকাণ্ডের খবর শুনে আশপাশের এলাকার লোকজন, ব্যবসায়ী, দোকানের কর্মচারী সবাই ছুটে এসেছেন। কিছু সময়ের মধ্যেই মানুষের জটলা তৈরি হয় আশপাশের সড়কগুলোতে। এদের অনেকে বিলাপ করছিলেন। অনেকে আবার কয়দিন পরপর ঢাকায় কেন আগুন লাগছে তা নিয়েও কথা বলছেন।

অগ্নিকাণ্ডের কথা জানিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বর্তমানে ৩৪টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বিইউ/এমআর