জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৩, ০৭:২০ এএম
রাজধানীর কাপ্তান বাজার এলাকায় টিনশেড ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আল রাফি ফারুক।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, রাত ৩টা ২০ মিনিটের দিকে ওই টিনশেড ঘরটিতে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। একপর্যায়ে সাতটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলেও নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমআইকে/আইএইচ