images

জাতীয়

৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৩, ০১:০৭ পিএম

যুদ্ধাপরাধের দ্বায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এটিইউর পু‌লিশ সুপার (‌মি‌ডিয়া এন্ড অ‌্যাওয়ার‌নেস) মোহাম্মদ আসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল খালেক তালুকদার (৭৩)। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। দীর্ঘ সাত বৎসর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইব্যুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন।

রায়ে আব্দুল খালেকসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও আব্দুল খালেকসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

কেআর/এমআর