images

জাতীয়

হজ স্বাস্থ্য নির্দেশিকা প্রণীত

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৩, ০৪:৪২ পিএম

চলতি বছরে হজ গমনেচ্ছুদের জন্য যাওয়ার আগে করণীয় বিষয়সমূহ এবং হজব্রত পালনে সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যসেবাসংক্রান্ত ‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’ প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

সোমবার (২০ মার্চ) সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, প্রস্তুতকৃত হজ স্বাস্থ্য নির্দেশিকায় সৌদি আরবে অবস্থানকালীন হাজিদের স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা, হজ পালনকালে হাজিদের ভোগান্তি দূরীকরণ, হজের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, যেমন-হজের আগে চূড়ান্ত মেডিকেল চেকআপ, প্রয়োজনীয় ওষুধের তালিকা এবং মেডিকেল সেন্টার ব্যবহারে হজযাত্রীদের করণীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

‘হজ স্বাস্থ্য নির্দেশিকা’টি ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট, পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যালয়ে পাওয়া যাবে।

আগামী জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে এবারের হজ। আগামী ২১ মে শুরু হচ্ছে হজ ফ্লাইট। মহামারি করোনাভাইরাসের পর এবারই প্রথম কোনো বিধিনিষেধ ছাড়া হজযাত্রীরা হজের সুযোগ পাচ্ছেন।  

চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। হবে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বারবার সময় দিয়েও হজ নিবন্ধনে কোটা পূরণ হচ্ছে না। আগামীকাল ২১ মার্চ পর্যন্ত হজে গমনেচ্ছুরা নিবন্ধন করতে পারবেন। তবে এখনও কোটা পূরণ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 জেবি