images

জাতীয়

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ঢামেকে চিকিৎসাধীন ৭

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৩, ১২:৪৭ পিএম

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (১৯ মার্চ) দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে ঢামেক আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি সাতজন চিকিৎসাধীন। 

চিকিৎসাধীন সাতজন হলেন- ফয়সাল আহমেদ (৩৬), আব্দুল হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তিজ ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল (৫০) এবং এনামুল (৪০)।

madaripur

যদিও মারা যাওয়া দুজনের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, শিবচরে বাস দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

উল্লেখ্য, রোববার সকাল সোয়া ৮টা শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

এমএইচএম