images

জাতীয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাসরিন সুলতানার দফতর বদল

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৩, ১১:৩৬ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাসরিন সুলতানাকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর কবির।

এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

/আইএইচ