images

জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ: হতাহতদের জন্য মসজিদে মসজিদে মোনাজাত

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০৫:২২ এএম

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের জন্য শবেবরাতে মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে। 

মঙ্গলবার (০৭ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন মসজিদের খতিবরা এশার নামাজের পর হতাহতের জন্য দোয়া করেন। এ সময় মুসল্লিরাও কান্না করে তাদের জন্য প্রার্থনা করেন। 

অনেক মসজিদে শবে বরাতের নামাজ আদায়ের পরও গুলিস্তানে বিস্ফোরণে হতাহতের জন্য মোনাজাত করেছেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে।

ভবনে বিস্ফোরণে ইতোমধ্যে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সাথে যোগ দেয় সেনাবাহিনী, র‌্যাবও।

কেআর/এমএ