images

জাতীয়

মারা গেলেন সড়কে থাকা বাসের হেলপার, আহত ৩৫

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০১:৪৬ এএম

প্রতিদিনের মতো যাত্রী নিয়ে সদরঘাট থেকে রওনা হয়েছিল সাভার পরিবহনের বাসটি। গন্তব্য সাভার। কে জানত পথেই তাদের জন্য দুর্ঘটনা অপেক্ষা করছে। বাসটি যখনই সিদ্দিকবাজার পৌঁছায়, তখনই ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হয় একটি ভবন। ছড়িয়ে পড়ে দেয়ালের টুকরো ও অন্যান্য সরঞ্জাম। এতে চুর্ণবিচুর্ণ হয়ে যায় বাসটির সবগুলো গ্লাস। ঘটনাস্থলেই নিহত হন ওই বাসের হেলপার। আহত হন বাসে থাকা ৩৫ যাত্রী।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে এ কথা জানিয়েছেন সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪৮ যাত্রী ছিল বলেও জানিয়েছেন তিনি।

মনির বলেন, ‘সদরঘাট থেকে আমাদের সাভার পরিবহনের একটি বাস সাভারের উদ্দেশে ৪৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় ফুলবাড়িয়ার জ্যামে ঘটনাস্থলে আটকে ছিল বাসটি। এসময় হঠাৎ ভবনে বিস্ফোরণ ঘটে এবং ভবনের দেয়াল, গ্রিল, কাচ এসে গাড়িতে আঘাত করে। এতে বাসে থাকা ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জনই আহত হয়। এ ঘটনায় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান।’

এছাড়া বাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তখন সবাইকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি।

বিইউ/এমএ