images

জাতীয়

ভবনের নিচে ফাটল, সাময়িক বন্ধ উদ্ধারকাজ

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৩, ০৮:০৮ পিএম

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে। এজন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে উদ্ধারকাজ। ইঞ্জিনিয়ার না আসা পর্যন্ত উদ্ধারকাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা হ্যান্ড মাইকে এই ঘোষণা দিচ্ছিলেন।

এদিকে ভবনটির নিচে সালু এন্টারপ্রাইজ নামে একটি দোকানের দেয়ালগুলো ধসে গেছে। পুরো ভবনের সামনের অংশ ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কেউ নিশ্চিত করে কিছু জানায়নি।

uu

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও তিনজন নারী। আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

টিএই/জেবি