images

জাতীয়

উন্নয়ন কার্যক্রমের সুফল পাচ্ছে মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের কল্যাণময় রাষ্ট্র গড়তে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রমের সুফল এখন মানুষ পাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে স্থানীয় জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৫ মার্চ) রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে আয়োজিত রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।

এই প্রশিক্ষণের মাধ্যমে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের মধ্যে সম্প্রতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এ ধরনের প্রশিক্ষণের ফলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।

নবনির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, মানুষের সেবা করতে হলে আইন এবং বিধি-বিধান জানতে হবে। যাতে কারও প্রতি অন্যায় বা কেউ বঞ্চিত না হয়। জনকল্যাণে কাজ করে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর কোথাও পাওয়া যায় না। সেই লক্ষ্যেই মানুষ জনপ্রতিনিধিদের হাতে ভোটের মাধ্যমে ক্ষমতা তুলে দেয়।

LGRD Ministerজনপ্রতিনিধিদের ভালো কাজের উদাহরণ স্থাপন করার আহ্বান জানিয়ে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, খারাপ কাজের দৃষ্টান্ত নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এতে আমাদের সামগ্রিক লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হয়।

এ দিন স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নে স্থানীয়ভাবে উপার্জন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। সেই সঙ্গে অংশগ্রহণমূলক উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, মানুষের শক্তি কাজে লাগাতে পারলে স্থানীয় অনেক সমস্যার সমাধান সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান। এছাড়া কর্মশালার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

ডিএইচডি/আইএইচ