জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ মার্চ ২০২৩, ০৭:৫২ এএম
পুলিশ সদর দফতরের সাবেক সহকারী মহাপরিদর্শক (এআইজি–লজিস্টিকস) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নৈতিক স্খলন, বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকী বর্তমানে রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস-এ দায়িত্বরত আছেন।
বুধবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা এক শাখার সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এর আগে, স্ত্রীর সম্মতি ছাড়া গর্ভপাত করানো ও ভয় দেখানোর অভিযোগে মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে মামলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএস-এ দায়িত্বরত ও সাপ্লাই পুলিশ সদর দফতরের সাবেক এআইজি মো. মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নৈতিক স্খলন, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ এবং অসদাচরণের অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
সাময়িক বরখাস্তের সময় তিনি পুলিশ অধিদফতর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
জানা গেছে, গত বছরের মার্চ মাসে মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তার সাবেক স্ত্রী আয়শা ইসলাম ওরফে মৌ মামলা করেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে আয়শার আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদর দফতর এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) এ ঘটনার তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও এতদিন তা চাপা পড়ে ছিল।
সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে মহিউদ্দিন ফারুকীকে নিয়ে করা তদন্তের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিইউ/এমএইচএম