images

জাতীয়

মেলায় মাসউদুল কাদিরের ‘অনুপম সাহাবা’

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

‘অনুপম সাহাবা’ নবীসঙ্গীদের গল্পের বই। এটি ছোটদের সাহাবা গল্প সিরিজের তৃতীয় বই। শিশুদের উজ্জীবিত করবে এই বই। দারুণ ও মজাদার শিশুদের বই। শিশু খোরাকের অনন্য সোপান বইটি। সত্য ও সুন্দর গল্প দিয়ে বইটি তৈরি করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী আলেম সাংবাদিক মাসউদুল কাদির। এর আগে লেখকের ছোটদের সাহাবা ও মখমল সাহাবা বেশ সাড়া ফেলে।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের নিয়ে গল্প।  গল্পগুলো শিশুদের সত্য উপলব্ধি করতে সহায়তা করবে। আনন্দ দেওয়ার মতো এ গল্পই শিশুমনে এঁকে দেবে সত্যযুগের প্রতি একান্ত ভালোবাসা। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্পে গল্পে কথা বলেছেন সময়ের কথাসাহিত্যিক মাসউদুল কাদির।

নবীজীর প্রিয় সাহাবা হজরত ওমর, হজরত আবু উবায়দা, হজরত হানজালা রা.সহ অনেক সাহাবির গল্প আছে বইটিতে। ‘অনুপম সাহাবা’ বইটি শিশুদের মনের খোরাক যোগাবে।

প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার নয়া স্বাদ আছে বইটিতে। আজকের শিশু আগামী দিনের আগামী হিসেবে সাহাবা গল্প পাঠের বিকল্প নেই।

বইটি প্রকাশ করেছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স। বইমেলায় ১৫৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

জেবি