নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭ এএম
রাজধানীর গেন্ডারিয়ার মিলব্যারাক পুলিশ লাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এরে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন।
নিহতের নাম বিপুল রায় (৩৫)। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুড়িগ্রাম জেলার সদর থানার মালডাঙ্গা গ্রামে।
নিহতের সহকর্মী বিপুল দাস জানান, পুলিশ লাইন মিল ব্যারাকে নির্মাণাধীন ২০ তালা ভবনের ছয় তলা থেকে নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই ভবনেই থাকতেন বলেও জানান বিপুল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
কেআর/জেবি