images

জাতীয়

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে এ বছরেই: কাদের

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১১ পিএম

চলতি বছরেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১ এর নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানিয়েছেন। 

ওবায়দুল কাদের বলেন, এই জনপদে দুইজন মানুষ কোনোদিন অস্তিত্ব হারাবেন না। একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার জন্য... তিনি আমাদের মাঝে নেই, তার উত্তরাধিকার বেঁচে থাকবেন। তারই পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা মানুষের মধ্যে বেঁচে থাকবেন। 

তিনি আরও বলেন, মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। সারা বাংলাদেশের মানুষ এখন মেতে উঠেছে। লুঙ্গি পরে মেট্রোরেলে উঠতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। সেকি আকর্ষণ!

৬টি মেট্রোরেল চালু হলে ২০৩০ সালে রাজধানীর আশপাশ নতুন সাজে সাজবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

/এএস