images

জাতীয়

রাজধানীতে ২৭ লাখ টাকার মাদকসহ তিন কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৩, ০৫:৫০ পিএম

রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

এর মধ্যে ইয়াবাসহ মো. তাজেল (৪৬) ও মো. মুরাদ (৪৫) এবং গাঁজাসহ মো. সবুজ (২১) গ্রেফতার হন।

তাদের কাছ থেকে আনুমানিক ২৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা মূল্যের নয় হাজার ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট, চার কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা জব্দ করা হয়। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকা ইয়াবাসহ মাদক কারবারি তাজেল ও মুরাদকে গ্রেফতার করা হয়। এছাড়া গত সোমবার (৩০ জানুয়ারি) রাতে কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ট্রলার ঘাট এলাকা থেকে গাঁজাসহ মাদক কারবারি সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি জানান, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

কেআর/জেবি