নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারি ২০২৩, ০৬:০৫ পিএম
ঢাকায় গালফ এয়ারের একজন (বিদেশি) পাইলট ভুল চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তার নাম মোহান্নাদ ইউসেফ হাসসান আল হিন্দি।
ফ্লাইট নিয়ে বাংলাদেশে আসার পর অসুস্থ পাইলট ইউসেফকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
জর্ডান ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ওই পাইলটের মৃত্যুর বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে জর্ডান থেকে ঢাকায় এসেছেন তার বোন তালা এলহেনদি।
আগামীকাল সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হবে।
পাইলট ইউসেফের পরিবারের অভিযোগ, গত বছরের ১৪ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান ইউসেফ হাসসান। হাসপাতালে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়।
তবে কোন হাসপাতালে ইউসেফ মারা গেছেন সে বিষয়ে কিছুই জানাননি তার বোন তালা এলহেনদি। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।
এইচআর/এমআর