নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩, ১২:২৪ পিএম
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে কান্নার রোল পড়েছে তুরাগ তীরে। পাপমুক্তি ও ক্ষমা চেয়ে মহান আল্লাহর কাছে হাত তোলা লাখ লাখ মানুষের কান্নায় ভারী হয়ে এসেছে ওই এলাকার আকাশ বাতাস।
আল্লাহর কাছে ক্ষমা, বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে হেদায়েত ও শান্তি প্রার্থনা, রহমত, মাগফেরাত, নাজাত কামনায় মোনাজাত শুরুর পরপরই একসঙ্গে হাত তোলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী।
মোনাজাতে লাখো মুসল্লির গগনবিদারি কান্নায় প্রকম্পিত হয়ে উঠেছে তুরাগ তীর। গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ধ্বনিতে কান্নার রোল পড়ে গেছে তুরাগ তীরে। অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়েছেন মুসল্লিরা।
ধনী-গরিব, নেতাকর্মী নির্বিশেষে সকল শ্রেণি-পেশা-গোষ্ঠীর মানুষ আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে গতকাল শনিবার থেকেই বহু মানুষ ইজতেমা ময়দানে আসেন। শনিবার যারা আসেননি তারা রোববার ভোর থেকেই ইজতেমার উদ্দেশ্যে রওনা হন। ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গী এলাকায় অন্যরকম এক ধর্মীয় আবহ সৃষ্টি হয়েছে।
গত ১৩ জানুয়ারি প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়। শেষ হয় ১৫ জানুয়ারি। ওই পর্বের ইজতেমায় অংশ নেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
চার দিন বিরতির পর ২০ জানুয়ারি শুক্রবার দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
এমআর