নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩, ১০:১৫ এএম
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। এতে অংশ নিতে আজ রোববার (২২ জানুয়ারি) মুসল্লিরা ছুটছেন তুরাগ তীরে। তবে এবার সড়কে নেই বাড়তি কোনো চাপ। মুসল্লিরা স্বস্তিতে বাসে করে যাচ্ছেন ইজতেমায়।
রাজধানীর কুড়িল এলাকায় সকাল ৮টা থেকে এই চিত্র দেখা যায়। নেই যানবাহনের চাপ, নেই যানজট। কুড়িল এলাকায় দেখা যায় ইজতেমার উদ্দেশে যাওয়া যাত্রীর চাপ নেই। এমনকি অফিসগামী যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাসে যেতে পারছেন।
সকালে বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনে আসা আব্দুল ওয়াসেত নামে এক যাত্রী বলেন, প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে বনানী থেকে হেঁটে যেতে হয়েছে। এবারও হেঁটে যাওয়ার প্রস্তুতি নিয়েই এসেছি কিন্তু বাসেই যেতে পারছি ভালো লাগছে।
তিনি আরও বলেন, বাড়ির কাছে এত বড় আয়োজন তাই যাওয়া। কষ্ট হলেও দ্বিতীয় পর্বের মোনাজাতেও অংশ নেবার নিয়ত করেছি।
জহির উদ্দিন নামে এক অফিস যাত্রী বলেন, আমি থাকি ফার্মগেট এলাকায়, আমার অফিস খিলক্ষেতে। ইজতেমার জন্য এক ঘণ্টা আগে বের হয়েছি। কিন্তু আজ রাস্তার চিত্র স্বাভাবিক। অনেক আগেই অফিস যেতে পারব। তিনি আরও বলেন, প্রথম পর্বের ইজতেমার মোনাজাতে দিন বনানী থেকে হেঁটে যেতে হয়েছিল।
কুড়িল এলাকায় দেখা যায়, মুসল্লিরা বাসে জন্য দাঁড়ানোর সাথে সাথেই পেয়ে যাচ্ছেন বাস। এতে স্বস্তি প্রকাশ করেন তারা।
পিএস/এএস