নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ এএম
যানজট এড়াতে নৌপথে বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য ছুটছেন মুসল্লিরা।
মোনাজাত ঘিরে রোববার (২২ জানুয়ারি) ভোর থেকেই গাবতলী বিআইডব্লিউটিএ ওয়াটার বাসস্ট্যান্ড থেকে একেএকে ট্রলার যোগে ইজতেমার পথে যেতে দেখা গেছে মুসল্লিদের।
নৌপথের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক পথে যানজট, কয়েক স্থানে ডাইভারসেশন করা হয়েছে। সব মিলে সকালে সড়ক পথে রওনা হলেও আখেরি মোনাজাতের আগে টঙ্গীর তুরাগ তীরে পৌঁছান অনেকটাই অসম্ভব। তাই তারা নৌপথ ধরেছেন।
ঢাকা মেইলকে ওয়াহিদুল ইসলাম নামে এক যাত্রী বলেন, 'রাস্তা দিয়া গেলে পৌঁছাতে পারব না। তাই ট্রলারে যাচ্ছি। যানজট নাই।'
আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, 'রাস্তা দিয়ে গেলে অনেক ভোগান্তি হয়। ট্রলারে সেই ভোগান্তি নেই।'
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিএইডব্লিউটিএ'র গাবতলী ওয়াটার বাসস্ট্যান্ড পল্টুনের মাঝিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে যে ভিড় ছিল, দ্বিতীয় পর্বে না নেই।
ঘাটের টিএস (নৌ-নিরাপত্তা, ট্রাফিক বিভাগ) আব্দুল্লাহ ইনান ঢাকা মেইলকে জানান, সকাল সাতটা থেকে যাত্রীদের চাপ শুরু হয়। যা সকাল নয়টা পর্যন্তও চলছে।
তিনি বলেন, বাড়তি যাত্রী নিয়ে কোনো ট্রলার চলতে দেওয়া হচ্ছে না। পল্টুনের পাশ থেকে অন্যান্য ট্রলারে যাত্রী পরিবহন বন্ধ রাখতে আমরা কাজ করছি। কারণ বাইরে থেকে ট্রলার গেলে তারা বাড়তি যাত্রী পরিবহন করে৷
কারই/এমআর