images

জাতীয়

ইজতেমার দ্বিতীয় পর্বেও মুসল্লিদের চিকিৎসা সেবা দিচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৩, ১০:০০ পিএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদান করছে র‌্যাব।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিশ্ব ইজতেমা-২০২৩ এ নিরাপত্তার পাশাপাশি মানবিক দিকসমূহ বিবেচনা করে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় র‌্যাব কর্তৃক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই চিকিৎসা কেন্দ্রে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রকার ঔষধ সরবরাহ করা হবে।

বার্তায় আরও জানানো হয়, মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবাসহ গুরুতর রোগীদের চিকিৎসার জন্য পোর্টেবল অক্সিজেন, নেবুলাইজেশন ও অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতিতে সার্বক্ষণিক র‌্যাবের এ্যাম্বুলেন্স সার্ভিস ইজতেমা এলাকায় চিকিৎসা কেন্দ্রে প্রস্তুত রয়েছে। 

এছাড়াও ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হবে। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য ইজতেমায় স্থাপিত মেডিক্যাল সেন্টারের মোবাইল নম্বরে (০১৭৭৭৭২০০৪৫) যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো।

কেআর/এএস