জেলা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ১০:৩২ এএম
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম মফিজুল ইসলাম। এ নিয়ে দুই পর্বের ইজতেমায় মোট আটজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা মাঠে ৭৫ বছর বয়সী মফিজুলের মৃত্যু হয়।
মফিজুলের বাড়ি বরগুনা জেলায়। তার বাবার নাম আব্দুল আলীম রানা। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা হয়েছে।
গত ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় মোট সাতজনের মৃত্যু হয়েছিল। বার্ধক্যজনিত নানা রোগে তাদের মৃত্যু হয়।
ইজতেমার প্রথম পর্বে মৃতরা হলেন সিলেটের হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নূরুল হক (৬৩), গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জের হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), ঢাকার কেরানীগঞ্জের মলমলিয়া গ্রামের মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জেল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জের মধ্যে কামাল গ্রামের আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাছ আলী সিকদার (৫০), চট্টগ্রাম জেলার রাউজান গ্রামের আব্দুল রশিদের ছেলে আব্দুল রাজ্জাক (৭০) ও নরসিংদী জেলার মাছিমপুর গ্রামের রহমত উল্লার ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
প্রতিনিধি/এমআর