নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৩, ০৯:০২ এএম
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার নূর ভাই জানান, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আখেরি মোনাজাতে অংশ নেবেন তাবলীগ জামাতসহ কয়েক লাখ মুসল্লি।
এরপর প্রথম পর্বের অংশগ্রহণ করা মুসুল্লিরা যার যার গন্তব্যে ফিরে যাবেন। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী, দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। গত শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এ ইজতেমায় দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনেই কাটছে লাখ লাখ মুসল্লির দিন। তাবলীগ জামাত আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ সমাবেশ হচ্ছে বিশ্ব ইজতেমা। শীর্ষস্থানীয় মাওলানাদের বয়ান শুনতে তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মুসল্লিরা সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে।
ইজতেমা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেশ-বিদেশ থেকে মুসল্লিরা আসতে শুরু করেন। গত বৃহস্পতিবার মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান। পরদিন শুক্রবার জুম্মার নামাজে অংশ নেন তাবলীগ জামাত অনুসারীসহ আশপাশের কয়েক লাখ মুসল্লি। এটি ছিল দেশের বৃহৎ জুমার নামাজ। আগামী শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর ফের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
যৌতুকবিহীন বিয়ে: বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ের আসর বসে। শতাধিক বিয়ে অনুষ্ঠিত হয় এ আসরে। ভারতের মাওলানা জুহাইরুল হাসান এসব বিয়ে পড়ান। গত কয়েক বছর এটি অনুষ্ঠিত হয়নি।
ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা: গতকাল শনিবার সকাল থেকে ইজতেমা ময়দান সংলগ্ন ফ্রি-মেডিকেল ক্যাম্পগুলোতে মুসল্লিদের চিকিৎসা নিতে ভিড় দেখা গেছে। অসুস্থদের অধিকাংশই ঠান্ডা, সর্দি, কাশি, আমাশয়, শ্বাসকষ্টের রোগী।
বিশেষ ট্রেন: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ২১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
৭ মুসল্লির মৃত্যু: ইজতেমায় এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে ও রাতে মৃত্যু হয়েছে তিনজনের। গতকাল শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়। এর আগে আরও চারজন মুসল্লি মারা যান।
এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে গাজীপুর পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ট্রাফিক বিভাগও মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত ও সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক বিভাগকে।
এমই/এএস