images

জাতীয়

মেট্রোরেলের দিয়াবাড়ী স্টেশনে যাত্রীদের চাপ কম

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৩, ১১:২৩ এএম

অন্যান্য দিনের তুলনায় শুক্রবার ছুটির দিনে মেট্রোরেলে চড়তে নগরবাসীর আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। এদিন রাজধানীর আগারগাঁওয়ে ভোর থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। তবে ভিন্ন চিত্র দেখা গেছে অপর স্টেশন উত্তরার দিয়াবাড়ীতে। সেখানে যাত্রীদের তেমন চাপ ছিল না। যারা স্টেশনে এসেছেন স্বাচ্ছন্দের সঙ্গে ট্রেনে চড়তে পেরেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উত্তরা দিয়াবাড়ী স্টেশনে গিয়ে দেখা যায়, নির্ধারিত প্রবেশপথ দিয়ে স্বাভাবিকভাবেই প্রবেশ করছেন যাত্রীরা। নেই দীর্ঘ লাইন। স্টেশন ঘুরেও দেখা যায়, স্বল্পসংখ্যক যাত্রী লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন। 

অন্য দিকে আগারগাঁও স্টেশনে ছিল ভিন্ন চিত্র। সেখানে দেখা যায়, শত শত মানুষ অপেক্ষা করছেন মেট্রোরেলে চড়তে। শীত উপেক্ষা করে অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন মেট্রোর স্বাদ নিতে। দাঁড়িয়ে আছেন লাইনে। টিকেট সংগ্রহেও ভোগান্তির শেষ ছিল না তাদের। কারণ টিকেট কাউন্টারগুলো বারবার অকেজো হয়ে পড়ছিল।

যাত্রীরা বলছেন, শুরু থেকে এই মেট্রোরেলের প্রতি নগরবাসীর বাড়তি আকর্ষণ ছিল। ধীরে ধীরে তা কমছে। আগারগাঁও অংশে বেশিসংখ্যক মানুষ এলেও অনেকে ট্রেনে চড়ার সুযোগ পাচ্ছেন না।

উত্তরা স্টেশনের গেইটে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলছেন, স্টেশনে আসা সবাইকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন কিংবা প্রতিবন্ধীদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা।

উত্তরার দিয়াবাড়ীতে মোস্তাকিম নামে এক যাত্রী বলেন, আজ আর লাইনে দাঁড়াতে হয়নি। সহজেই যাওয়া গেছে। এমআরটি পাস থাকায় টিকেট সংগ্রহ করতেও সমস্যা হয়নি।

দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে। বর্তমানে মাঝে কোনো স্টেশনে থামে না সদ্য চালু হওয়া এই মেট্রোরেল। এছাড়া ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

metro3

গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। আপাতত ১১.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের দিয়াবাড়ী-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হয়েছে। মেট্রোরেলের মোট ১৭টি স্টেশনের মধ্যে এই অংশে আছে নয়টি স্টেশন।

উদ্বোধনের পরদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দিয়াবাড়ী ও আগারগাঁও ছাড়া এই অংশের বাকি সাতটি স্টেশন চালু করা হয়নি। এই স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া। আগামী মার্চ নাগাদ এই রুটের সব স্টেশনে মেট্রোরেল থামবে বলে পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি-৬ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৭ সালের ২ আগস্ট।

ডিএইচডি/জেবি