নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৩, ১০:৪৩ এএম
জাতীয় সংসদের সচিব পরিচয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যদে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তবে তাৎক্ষণিক গ্রেফতার ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
তিনি জানান, প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া ওই ব্যক্তিকে গ্রেফতার কর হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কেআর/এইউ