জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ জানুয়ারি ২০২৩, ০২:২২ পিএম
বিএনপির সংসদ সদস্যদের ছেড়ে দেওয়া দুই আসনে উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। কিন্তু দুটি মনোনয়নই বাতিল হওয়ায় ক্ষুব্ধ হন তিনি। সেজন্য প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আলোচিত এই প্রার্থী। ইসিতে প্রার্থিতা ফিরে না পেলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
সংসদীয় আসন দুটির প্রতিটিতে ন্যূনতম ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকায় গরমিলের কারণ দেখিয়ে রোববার দুপুরে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
আপিল করার জন্য সোমবারই ঢাকার উদ্দেশে রওনা হন এই ইউটিউবার।
হিরো আলম বলেন, ‘ইসিতে ন্যায়বিচার না পেলে উচ্চ আদালতে যাব। প্রার্থিতা ফিরে পেতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘নির্ভুলভাবে মনোনয়ন দাখিল করার পরও আমার বৈধ মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন প্রার্থিতা ফিরে পেতে লড়ছি।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। ভোটের দিনদুপুরে তার ওপর হামলার ঘটনা ঘটলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।
বিইউ/এমআর