images

জাতীয়

ইজতেমা নিয়ে মসজিদগুলোর খুতবায় সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৩, ১২:১২ পিএম

বিশ্ব ইজতেমা নিয়ে মসজিদগুলোর খুতবায় অপপ্রচার ও উস্কানিমূলক বার্তা না দিয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার (১০ জানুয়ারি) ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের সব মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্বে ও ২০-২২ জানুয়ারিতে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা ও বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সব ধরনের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উস্কানিমূলক বক্তব্য প্রদান পরিহার করা এবং দেশের সব মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত-মুসল্লির অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি বলেও জানানো হয় ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

ডব্লিউএইচ/এইউ